শিরোনাম
মোবাইল কোর্ট অভিযানে চান্দিনা বাজারে ২ টনের অধিক পলিথিন জব্দ ও =৫২,০০০/- জরিমানা আদায়।
বিস্তারিত
অদ্য ৩০/০৮/২০২২ খ্রি. তারিখ পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ও কুমিল্লা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা এর নেতৃেত্ব চান্দিনা উপজেলার চান্দিনা বাজারে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত মোবাইল কোর্টে চান্দিনা বাজারের নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহ থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দসহ জরিমানা করা হয়েছে।
১. জুনায়েদ স্টোর, জব্দকৃত
পলিথিন ২৭০ কেজি, জরিমানা আদায়=২,০০০/-
২. মাসুম স্টোর (দোকান ও গোডাউন), জব্দকৃত পলিথিন ১,৫০০ কেজি, জরিমানা =৪০,০০০/-
৩. মেসার্স ফরিদা ইয়াসমিন স্টোর, জব্দকৃত পলিথিন ২২০ কেজি, জরিমানা =৫,০০০/-
৪. আবুল হোসেন স্টোর, জব্দকৃত পলিথিন ৭০ কেজি, জরিমানা =৫,০০০/-
মোট জব্দকৃত পলিথিন ২,০৬০ কেজি, জরিমানা =৫২,০০০/-। পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে।