কি সেবা কিভাবে পাবেন :
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
০১ |
শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের পরিবেশগত/অবস্থানগত ছাড়পত্র প্রদান/নবায়ন |
আবেদনকারীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
০২ |
পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ |
অভিযোগকারীকে অভিযোগ দাখিল করতে হবে।
|
০৩ |
বায়ু ও পানির গুণগত মান বিশ্লেষণ এবং শব্দের মানমাত্রা পরীবিক্ষণ |
আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে পরীক্ষণের জন্য বিভাগীয় কার্যালয়ে প্রেরণ। |
সেবা ও ধাপসমূহ :
ক্র: নং |
সেবা প্রদানের পরিধি |
করণীয় |
প্রার্থিত সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
১ |
অবস্থানগত/পরিবেশগত ছাড়পত্র প্রদান
|
স্থাপিতব্য/বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের জন্য প্রাপ্ত আবেদনপত্র ও কারিগরী প্রতিবেদনসমূহ (আইইই, ইআইএ, ইএমপি ইত্যাদি) পর্যালোচনাসহ সরেজমিনে পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ |
বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা (১৫ থেকে ৬০ কার্যদিবস) |
২ |
শিল্পদূষণ নিয়ন্ত্রণ |
দূষণকারী শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণ এবং পরিবেশ সংরক্ষণ আইন ও বিধির আলোকে ব্যবস্খা গ্রহণ |
বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা |
৩ |
পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি |
পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং তা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা |
তিন মাস |
৪ |
যানবাহন জনিত দূষণ নিয়ন্ত্রণ |
যানবাহন জরিপ এবং দূষণকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা |
তাৎক্ষণিক |
৫ |
বায়ু ও পানির গুণগতমান বিশ্লেষণ এবং শব্দের মানমাত্রা পরিবীক্ষণ |
দেশের বিভিন্ন এলাকায় বায়ু এবং নদী, পুকুর, টিউবওয়েল ও খাবার পানির গুণগতমান বিশ্লেষণ এবং শব্দের মানমাত্রা পরিবীক্ষণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ |
নিয়মিত |
৬ |
পরিবেশগত সচেতনতা বৃদ্ধি |
পরিবেশ বিষয়ে গণসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ বিষয়ক তথ্য সকলের কাছে সহজলভ্য করার লক্ষ্যে প্রচার কার্যক্রম পরিচালনা এবং পরিবেশসংক্রান্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসসমূহ যথাযথ মর্যাদায় উদযাপন |
নিয়মিত |
৭ |
পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ |
পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক/ সাংস্কৃতিক / অর্থনৈতিক গোষ্ঠীর সাথে অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ; |
নিয়মিত |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস